বাউফলে ঠিকানাবিহীন মানষিক ভারসাম্য মহিলার সন্তান প্রসব

বাউফলে ঠিকানাবিহীন মানষিক ভারসাম্য মহিলার সন্তান প্রসব

দেলোয়ার হোসেন, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের পল্লীর এক মাতব্বর হাটের নির্মিত একটি টলঘর থেকে মানষিক ভারসাম্যহীন এক মহিলার কন্যা সন্তান জন্ম দিলে তাকে উদ্ধার করে ঠাঁই দিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন   উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। আর ওই মানষিক ভারসাম্যহীন যুবতীর সন্তান জন্ম দেয়ার পরে কৌতুহলি লোকজন দেখার জন্যে ভিড় জমাচ্ছে হাসপাতালে। গত রোববার দিবাগত রাতে উপজেলা কালিশুরি ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতব্বরের হাটে এ ঘটনাটি ঘটে ।
পটুয়াখালী পলিটেকনিক ইন্সিটিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র স্থানীয় মাহমুদুল হাসান জানান, চার-পাঁচমাস ধরে স্থানীয় লোকজন মানসিক রোগীটাকে দেখে আসছে ।    
স্থাণীয় সূত্রে জানা যায়, প্রসব  ব্যথায় কাতর অজ্ঞাত মানষিক ভারসাম্য মহিলা রোববার (৩০ মে) সন্ধ্যা রাত থেকেই যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু তার এ কষ্টে কেউ এগিয়ে আসেনি। সোমবার সকালেই মাতব্বরের হাটের একটি টলঘরের খোলা মেঝেতেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন ওই মানুষিক যুবতী। সন্তান প্রসবের পরে রেনুবালা নামে এক পরিস্কার পরিচ্ছনতার দায়িত্ব নিয়ে এগিয়ে আসে। কন্যা সন্তান সহ জরুরী চিকিৎসা সাহায্য দরকার দু’জনেরই।
স্থাণীয় লোকজন মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনকে অবহিত করলে শিশু সন্তানসহ মাকে উদ্ধার করে বাউফল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্যে ভর্তি করা হয় ।
 এ বিষয় চিকিৎসক  ডাক্তার এএসএম সায়েম জানান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন তাকে অবহিত করলে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা থেকে ওই মানুষিক রুগীটিকে নবজাতক সহ  সোমবার দুপুরে  উদ্ধার করে ভর্তি করা হয় । তাদের নিবির পর্যবেক্ষণে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা  বলেন মা ও নবজাতক ভালো আছে । তবে ওই মানসিক রোগী কোন অঞ্চলের তার কোন তথ্য পাওয়া যায়নি।